ঝিরিঝিরি বৃষ্টি
ঝিরিঝিরি বৃষ্টি
ধূসর নেমেছে শহর জুড়ে।
ছন্নছাড়া নীরব যাপন,
শাওন এলো ঝিরিঝিরি
মেঘলা এ মন।
ঝপসা একটা জলছবি
কিছুই যায় না ধরা,
পাতার দোলায় বৃষ্টি ফোঁটা হাওয়ার আশকারা।
মুখর তখন জনজীবন;
তবুও সময় থমকে গেছে,
বিকেল আজও যায় ছুটে মনখারাপের কাছে।