অস্থির দিন
অস্থির দিন
কত কথা উড়ে যায়
ছুঁয়ে যায় হয়তো তোমায়,
এই আসা যাওয়া,
বারে বারে ফিরে দেখা
কিছু কষ্ট জমাট বাঁধে আর হৃদয় ফাঁকা ।।
বৈশাখে তপ্ততা মন পোড়ে আঁচে ,
ঝাপটে ডানা আকাশে ঘুরে বাঁচে।।
রোদেলা বেলায় তোমার হাওয়াতে
তোমর স্বর,
ভালোবাসা মিশে এরপর ।।
সময়ের ঘূর্ণিপাকে মন জড়িয়ে
এক মুহুর্তের সুতো রঙিন,
এগিয়ে চলা অস্থির দিন ।।

