কানে কানে
কানে কানে
রোদ নেই বিকেল গড়িয়ে
মুখ ডুবিয়ে সূর্য ,
শুরু থেকে শেষ
দৃশ্য থেকে যায় রোজ ,
আড়ালে ভাঙলে মন নিখোঁজ।
ইচ্ছেরা এলোমেলো শীতের চাদরে
ঘুরে বেড়ায় ভীড়ে,
দেওয়ালের কাঁটায় ভালোবাসা
লেগে যায় ঘুরে ফিরে।
এসো পাশে চোখ রেখে খুঁজি
লুকনো হিম লাগা মেঘের মানে,
এসো গল্প করি কানে কানে ।।

