ঝরা চিঠি
ঝরা চিঠি
শুকনো পাতা মারিয়ে চলি
শুনতে তুই পাবি বলে,
কেমন ভাবে আড়াল হলি
এই শহরে একলা ফেলে!
রাতের শহর আজও হাসে,
আমার প্রেমে-প্রত্যাখ্যানে,
ঘুমের সময় দুচোখে ভাসে-
সত্যি শুধু বৃষ্টি জানে।
আজও তোকে ভালোবাসি,
মনের কোণে তোকেই রাখি,
সুযোগ পেলে খুলে দেখি,
তোর ঠোঁটের ওই মৃদু হাসি।
ইচ্ছা করে নিয়ম ভাঙ্গি,
মায়ার আবেগে জড়াব বলে,
তুই কি কখনো পড়িস খুলে
ঝরা চিঠি, সময় পেলে?