Turjya Mukherjee

Tragedy

2  

Turjya Mukherjee

Tragedy

ওভাবে কেন কাঁদাও?

ওভাবে কেন কাঁদাও?

1 min
784


আজ বছর পনেরো পার,

বয়স তখন সবে আমার নয়

স্বাদ পেয়েছি মায়ের স্নেহ-ভালোবাসা

বুঝতে শিখেছি মায়ের প্রয়োজনীয়তা….

স্কুল ফিরেতেই ভিড়তাম মায়ের কাছে

গলা জড়িয়ে করতাম কত গল্প

বাজার থেকে বাবা ফিরলে আগে 

ভালো জিনিসটা রাখত তুলে মা আমার জন্য,

জানতাম মনে মনে ওটা আমারই,

রাগিয়ে মা তবু বলত" দিয়ে দেবো পাড়ার রুমিকে ওটা"

অকারণে অভিমান মায়ের উপর কত,

জানতাম মা আসবে নিয়ে ওটা।

জড়িয়ে ধরে রাগ ভাঙাবে আমার

বলবে আমায় "ওরে আমার বোকা ছেলে"...

আমিও তখন রাগের মাথায় তোমায়

বলব " কেন কাঁদাও ওভাবে আমায়"

দুচোখ দিয়ে জল ঝরবে তখন

তুমিও নেবে আমায় কোলে তুলে

তোমার কোলে মাথা রেখে আমি

বাসবে ভালো আমায় আদর করে...

আজ বছর পনেরো পার।

আজ মা আসেনা আর

আমার প্রিয় জিনিসটা রাখেনা আর তুলে আজ আর গল্প হয়না

আগের মতো মাথা রেখে কোলে

সবাই বলেছিল মা আমার

আকাশের তারা হয়ে গেছে,ওখান থেকেই দেখে আমায়

আদর করে দিনের শেষে

কত্ত ডেকেছি মাকে,

খোলা আকাশে দাঁড়িয়ে মা মা কেঁদেছি সাড়া পাইনি আমি তার,আজ বছর পনেরো পার।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy