সে ও আমি
সে ও আমি
অস্তরাগের ইমন কল্যাণ,
আজ দিলেম ছুটি তোমায়।
জীবনস্রোতে বেয়ে উজান,
সে ডাক দিয়েছে আমায়।
সে, মেঠো পথের অচিন বাউল,
বিষাদ সুরে ভাসে,
আপন সুরে, আপনি মাতাল,
হটাৎ, অবাক অট্টহাস্যে।
সে কৃষ্ণচূড়ার আগুন লালে,
পরাগ মাখা ফকির।
তার একলা নাওয়ের, ছেড়া পালে,
দুনিয়া খোঁজার জিগির।
তার আকাশে, দমকা হাওয়া,
কেমন স্বপ্ন বয়ে আনে।
হয়তো ডাকবাক্সে হটাৎ পাওয়া,
হারানো চিঠির টানে।
তাই, তার ডাকেতে ছেড়েছি ঘর,
অন্তহীনের টানে,
যেথায় ক্লান্তহীন প্রহর,
জীবনের, গল্প লেখে গানে।