জীবনের কথা
জীবনের কথা


মেঘ জমে ; আর টুকরো কথা,
বলতে গিয়ে-------
কখন আটকে গেছে স্বর ৷
রাস্তার কোলাহল ভীড়,
তবু হাওয়া এসে ছুঁয়ে যায় বহুদূর ৷
মন পাশ ফেরে
আর ভেসে আসে বানভাসি সুর ৷
কবে সে কখন থেকে
রোদ বুনছে সোনালি বেলার গাঁথা ,
ছায়া স্রোত লিখেছিল জীবনের কথা ৷
কিনারার ধারে ধারে একরাশ দ্বিধা,
বয়ে চলে সময়------
হঠাত্ শব্দ ছড়িয়ে ছিটিয়ে
আকাশ ভরা উল্লাসে,
তাকিয়ে দেখি সপ্তডিঙা তোমার
চোখের ঢেউ এ ভাসে ৷