প্রিয়াকে অনুরোধ
প্রিয়াকে অনুরোধ


চোখেতে রঙীন স্বপ্ন
হৃদয়ে বিকশিত সুগন্ধি পুষ্পের ঘ্রান
উন্মাদ করে যৌবন।
বসন্তের বৈকালে নেই অবকাশ
জীবনের ব্যর্থতা করেছে হতাশ।
তবু আরশীতে ভেসে উঠে তার প্রতিচ্ছবি,
কথা ছিল নির্জনে সাক্ষাৎ করবে।
প্রীয়মান হৃদয়ে প্রীতি জ্বালায় অগ্নিকুণ্ড
বেকারত্ব তায় যোগায় ইন্ধন।
জীবনের আকাঙ্ক্ষা বুঝি রবে কল্পনা
তাই অগ্রেই সতর্ক,
প্রিয়া, নিরভিমানে ফিরে যেতে অনুরোধ করি
আশাহত প্রানে তৃপ্তি জাগাতে অক্ষম
তোমার আশনাই।