ওরা ঘুমোক!!
ওরা ঘুমোক!!


যারা হাসিমুখে সারাদিন অন্যের সমস্যা সামলায়,
কোন কোন দিনের শেষে তাঁদের ক্লান্তি আসে।
যারা অন্যের দুঃখ গুলোর মালা গেঁথে ফেলতে পারতো,
জীবনের শেষে সব থেকে উজ্জ্বল হয় তাঁদের গলার মালা টা।
যারা অন্ধকারে সবাই কে নিয়ে হেঁটে যেত আলোর দিকে,
তাঁদের অস্তিত্ব বহন করে পুব আকাশের উজ্জ্বল নীল তারা টা।
যাদের বট গাছের মত দৃঢ় উপস্থিতি অন্যদের বাঁচতে শিখিয়েছিল,
একদিনের ঝড়ে তাঁরাও মাটি থেকে উপড়ে যেতে পারে।
প্রত্যেক পাথর হয়ে যাওয়া জীবন কে যারা নতুন করে বাঁচিয়েছিল,
উপন্যাসের শেষে সব নুড়ি পাথরে তাঁদের রক্তের দাগ ছিল।
যারা অপর কে বাঁচাতে পাহাড়ি ফুল উপহার দিয়েছিল,
শেষ অধ্যায়ে তাঁরা হাসি মুখে নিজেকে মাড়িয়ে যেতে দিয়েছিল।
যারা সুর হীন পৃথিবীতে গান গেয়ে বৃষ্টি নামাতে পারতো,
তাঁদের জন্য লেখা গানের মাঝেই তানপুরা ভেঙে গিয়েছিল।
ওরা বলেছিল হারবার্ট দা অনেকদিন ঘুমায়নি, আর ঘুম ভাঙেনি;
তাই এই কবিতা তাঁদের জন্য উৎসর্গ হোক,
যারা অনেকদিন ভালো করে ঘুমায়নি, ওদের ঘুমের দরকার।