STORYMIRROR

Sankha Subhra Biswas

Abstract Others

3  

Sankha Subhra Biswas

Abstract Others

নারী

নারী

1 min
11.5K

একদিন এক বাচ্চা ছেলে প্রশ্ন করলো এমন কি আছে ছেলেদের যা মেয়েদের নেই।। উত্তর দিতে পারিনি,শব্দ কম পড়েছিল (হয়ত বা তার মনে সামাজিক প্রতিবন্ধকতা ও সমাজেরই একজন হয়ে তাকে দূর করতে না পারার লজ্জায় মুখ থেকে একটাও শব্দও বেরিয়ে আসেনি)।।

তবে প্রশ্ন টা কে নিয়ে ভেবেছিলাম,তুলনা করে যা পেলাম তাই কবিতা আকারে বেরিয়ে এল (আর নির্লজ্জ এর মত লিখে ফেললাম)-


     আমার জন্যে জামাইষষ্ঠী, আমার জন্যে নীলপুজো;

     শিবঠাকুর কে যতই খারাপ বল, তবু সে আজ পূজনীয়;

     আমার জন্য শিবরাত্রি, আমার পদবী তে তোমার পরিচয়;

     তোমার উপর কতৃত্ব দেখানোই আমার পুরুষত্তের অভিনয়।।

   আর তোমার জন্যে,

     তোমার জন্যে ঘোমটা আছে,আছে লোলুপ দৃষ্টি;

     সৃষ্টির মাতা তুমি, তোমার চোখেই বৃষ্টি;

    তোমার জন্যে সতীদাহ প্রথা; আগুন আজ নাই বা জ্বলুক;

    সীতার চিতা নিভবেনা কভু; জ্বলছে জ্বলুক।।

    তোমার জন্যে ফুলশয্যা; আইনস্বীকৃত ধর্ষণ;

    একেই যে ভালোবাসা বলে;এটাই চিরন্তন।।

   তোমার শরীরের প্রতিটি ভাঁজে যৌনতা আজ উদ্ধত;

   তোমার উপর আমার অধিকার; স্বামীর অধিকৃত।।

    সংসারের কাজে পটু তুমি,হিসাবের পাই আনা;

    আমার জন্যে মৃত্যুবরণ, তবেই তুমি বিরঙ্গনা ।।

    তোমার পিঠে লালচে দাঁতের দাগ, ভালবাসার ফলাফল;

    পুরুষের ভীরে হারিয়ে যাওয়া,তুমি এক 

             নিস্তব্ধ চিৎকার ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract