পৃথিবী
পৃথিবী


কালকে যদি বলি আমার পৃথিবী কলকাতায়,
বিধানসভা ভেঙে বানাবো সুলভ শৌচালয় ।
কবিতায় যদি আমি বাংলাদেশ কে আঁকি,
তুমি আমায় তখনো ভালোবাসবে কি?
বস্তা বোঝাই গরুর গাড়ি চলে আগে আগে,
আমার শৈশব বড় হবে কালশিটের দাগে।
ইটের বোঝা বড্ড ভারী, চলতে বড় কষ্ট,
সাঁঝের বেলা চাবুকের বাড়ি আমার অদৃষ্ট ।
কোথায় তোমরা রুটি দাও, আস্ত বা অর্ধেক,
খালি পেটের গন্ধ নাকি মানিয়ে গেছে বেশ।
একটা শিল্পী আঁকছে নাকি আমার দামি ছবি,
নোংরা বটে , তবুও এটা বাস্তব পৃথিবী।
খিদের ব্যাথা আঁকা আছে আমার মুখে চোখে,
খিদের গল্প লেখা আছে আমার পেটের আকেবাকে।
তোরা যদি কবিতা লিখিস, বড় তোরাই হবি,
আমায় আবার গিলে নেবে এই নোংরা পৃথিবী
যদি তুমি আমার রঙিন ছবি আঁকো,
প্রতিবাদের লাল রঙ পরের হোলিতে খেলো।
বালিশে মুখ গুজে অভিমানটা বড়লোকের হবি,
কান্না আমার সঙ্গী এখন, এটাই পৃথিবী।