STORYMIRROR

Sankha Subhra Biswas

Fantasy

2  

Sankha Subhra Biswas

Fantasy

মুক্তি

মুক্তি

1 min
421

আমি আত্মহত্যাকে সমর্থন করি,

যদি সেই মৃত্যু হাজার মানুষকে স্বপ্ন দেখায়।

আমি সেই খুনকে সমর্থন করি,

যে খুন নিপীড়িতের মুক্তির জন্যে করা।

আমি সেই মৃতদেহকে জড়িয়ে ধরি,

যে বন্ধু হাসিমুখে বুলেট কে গিলে ফেলেছে।

আমি স্ক্রু ড্রাইভার দিয়ে শাসকের চোখ উপড়ে নেব,

মণিবিহীন কোঠরে আমি গোলাপের চাষ করবো।

আমি গোলাপকে ছুড়ে দেব কাঁটা তারের ওপারে,

কাঁটা তার উড়ে যাবে সাত সমুদ্র তেরো যদি পেরিয়ে।

কাঁটাতার দিয়ে আমি আমার শহরে বেড়া দেব,

যে শহরে তুমি আমি সবাই স্বাধীন।

আমাদের শহর হবে সবুজে মোড়া, শান্ত শীতল,

আমাদের শহরে সবাই গান শিখবে।

আমাদের শহরে আমি গোলাপের চাষ করবো,

আমার শহর তৈরি হবে দৃষ্টিহীন শাসকের অক্ষি গহ্বরে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy