মন কেমনের বাদল
মন কেমনের বাদল


আমার কলম বৃষ্টিবিলাসী, সময় যেন ভবঘুরে;
'ভালো আছি'র মিথ্যে আদল ক্লান্ত হৃদয়পুরে,
এ শহর অবেলার ধারাপাত মাখে আলগোছে,
হারানো মুহূর্তেরা পরিচিত পথের রেখা মোছে।
শ্রাবণধারায় পিয়াসী মন অলীক সুখের সন্ধানী,
অনাদরের অভিমানে অ্যালার্ম ঘড়িটা প্রাক্তনী;
মন কেমনের বাদল ঘনায় প্রসারিত আকাশে,
গুমটিমুখো ট্রাম অতীতগামী ক্লান্ত অবকাশে।
ভাঙাচোরা স্রোতের অভিযোগ মাপে মুঠোফোন,
ট্রাফিকের ক্যাকোফনি ঢাকে পছন্দের রিংটোন;
উদাসী বাতাস শুধু বিলি কেটে যায় এলো চুলে,
তবু আমি আসব ফিরে, হই না যতই বাউন্ডুলে।
বৃষ্টি শুকোনো চিরাচরিত নির্জন একলা দুপুর,
ক্লান্ত জীবনীরা দিচ্ছে ওই মেঘের দেশে পাড়ি;
মনের গভীরে নিত্য স্মৃতি-বিস্মরণী ছন্দপতন,
পিছুটান কুড়োতে তবু রোজ ফিরে আসি বাড়ি।