শিহরণ
শিহরণ


তোমার শার্টের বোতামটা লাগিয়ে নিও,
আমারই বা প্রেম হতে কতক্ষন,
যেভাবে শরৎ কড়া নেড়েছিল জানালায়,
ভিজে তোমাকে প্রথম দেখেছি যখন।
একটা অনিশ্চিত ভবিষ্যত দেখেছি তোমার চোখে,
শ্বাস ফেললেই কেমন নেশা জাগে,
অচেনা শহরে বুকে জড়িয়ে আরাম দিয়েছো যেই,
এক রাত যেন আরও ঘন লাগে।
অমন লালচে ঠোঁটদুটো সামলে রেখো,
নজর লাগিয়ে দেবো,
বেলাশেষে তুমি আমার হবে,
তোমায় শিহরণে কাছে পাবো।
আচ্ছা একটা ছোট্ট ঘর একটা আবেগ মন,
আর আমার দারুণ প্রেমের জ্বর,
হতে চাই তোমার এক পশলা বৃষ্টি,
থাক,খোলা থাক তোমার শার্টের বোতাম ঘর।