এমন এক রাত
এমন এক রাত


এমনও তো এক রাত হতো যখন তুমি আমি এক বিছানায়,
শহর তখন ঢেকে আছে নিশিরাতের ঘোর কুয়াশায়।
একটু করে জড়িয়ে ধরে কাছে আসার আবেগ,
ভালোবাসার গল্প মাখা উষ্ণতার আমেজ।
তখনও তো ভোর বাকি শহর চুপচাপ,
ঠান্ডা শরীরে মেতেছে তখন অজানা উত্তাপ।
এমনও যদি বায়না ধরি সেই কুয়াশাভেজা রাতে,
পারদ তখন উষ্ণ হোক তোমার আমার তাপে।