তোমার জন্য
তোমার জন্য


আমার একুশে তুমি পঁচিশে বৈশাখ
নতুন ছন্দের জন্ম ..
কত রাত জাগা কত চিঠি লেখা
শুধু তোমারই জন্য।
তুমি আষাড় শ্রাবণের মেঘলা আকাশ
আমার একলা দেশের পথচারী ..
নিলামে উঠুক মন দুটো আজ
তোমার জন্য সব পারি।
তবে বাইশে শ্রাবণ যেন না আসে আর
আমি বাইশে যেতে না রাজি..
কিন্তু সময় বলছে আর বেশি দূরে নয়
তোমায় ছেড়ে কেমনে বাঁচি।
তুমি গর্জে ওঠা আশ্বিনে ঝড়
আমার প্রথম প্রেমের গল্প..
যতই আসুক সর্বনাশা পৌষ
শুধু তোমায় নিয়েই লিখবো।