Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Ashara Khatun

Inspirational

5.0  

Ashara Khatun

Inspirational

ধর্ম

ধর্ম

1 min
490


আমি সকালে ফজরের নামাজ পড়ে মহালয়া শুনেছি;

খবরের কাগজটা দেরি করে তাই বাইবেলটা পড়া হয় অনেকটা;

মর্নিং ওয়াকে বেরিয়ে রাস্তার কুকুর গুলোকে লাঠি না মেরে আমার সাথেই দৌড় করিয়েছি;

গিন্নি ফোন করে ডেকেছে চা খেতে, তখন ঘড়িতে অলরেডি সাড়ে সাতটা।

ঘরে ফিরে আগেই মেয়েকে পড়তে বসিয়েছি;

তবে ইংলিশ মিডিয়াম নয়, কবি জীবনানন্দ দাস এর কটা কবিতা;

ওদিকে হাওয়া গরম বলে তড়িঘড়ি বাজারের ব্যাগ ধরেছি;

কিন্তু আজ আর চিলি চিকেন নয়, মাছ ভাতে পুরো বাঙ্গালীয়ানা।

অফিস যাওয়ার পথে হাফেজ সাহেব সালাম দেন;

পাশের বাড়ির বৃদ্ধা তিন্নি পিসিমা রোজ দুগ্গা দুগ্গা বলে তখন;

গিন্নি টিফিন বক্সটা দৌড়ে দৌড়ে নিয়ে ছোটে ওদিকে;

আর রোজ উইলিয়াম এর ব্রাশ করতে করতে গুড মর্নিং বলাটা কমন।

ফেরার সময় মন্দির এর সামনে হঠাৎ দাঁড়িয়ে গেছি;

পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম কি অসাধারণ ধূপের গন্ধটা;

ওই একই ধূপ চন্দন কিনে মাগরীব এর নামাজের আগে জ্বালিয়েছি;

পবিত্রতা খুঁজে পেয়েছি যেন:কাটিয়ে উঠেছি এক অবিশ্বাস্য ধর্মান্ধতা।

শরতের আবেশে দিন গুনেছি দুর্গা পূজোর;

খ্রিস্টমাসের কেক ছাড়া জেনো ডিসেম্বরটা ইনকমপ্লিট;

ওদিকে স্কুল থেকে ফিরে মেয়ে গেয়ে শুনিয়েছে "হাউ গ্রেট ইজ আওয়ার গড";

আর আমি পাশ থেকে শুনতে পেয়েছি তিন্নি পিসির শ্যামা সঙ্গীত।


আমি ধর্ম মানে তোমায় বুঝি;

আমি ধর্ম মানে মনুষ্যত্ব খুঁজি;

আমি ধর্ম মানে কুরআন শরীফ এর মানে বুঝি;

আমি ধর্ম মানে ঠাকুরের ওই রাঙা চোখ দুটোতে জীবন দেখি;

আমি ধর্ম মানে ভার্জিন মেরি এর সন্তান জানি;

আমি ধর্ম মানে স্বর্গ মর্ত পাতালে একটুকরো শান্তি খুঁজি;

আমি ধর্ম মানে জীবনের শেষ নিশ্বাস অব্দি "জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ইশ্বর" মানি।


Rate this content
Log in

More bengali poem from Ashara Khatun

Similar bengali poem from Inspirational