চেয়েছিলাম
চেয়েছিলাম
আমার অত বিলাসবহুল জীবনের দরকার নেই...
শুধু ভরসার জন্য চেয়েছিলাম তোমার কাঁধ, ভালোবাসার জন্য তোমার বুক আর সারাজীবনের জন্য তোমাকে...
সুখে আনন্দে সংসারের জন্য চেয়েছিলাম একটা চাকরি...
ব্যাস আর খুব বেশিকিছু চাইনি...
তোমার আদরে আরও আবদারে হতে চেয়েছিলাম,আর চেয়েছিলাম সারাদিনের ব্যস্ত অফিস আর শহরের ভিড় কাটিয়ে এসে চায়ে চুমুক দেওয়ার আগে যেন তোমার ঠোঁটে ঠোঁট রাখতে পারি...
সপ্তাহের শেষে মাল্টিপ্লেক্স নয়,সন্ধ্যের পরে হাত ধরে হাঁটবে আমার আর হ্যালোজেন লাইটের তলায় একটা ক্যানডিড পিকই যথেষ্ট।
তোমাকে সাধারণভাবে পেতে চেয়েছিলাম,তোমার বুকে মাথা রেখে,হাজার চেষ্টা সত্তেও চোখে চোখ রাখতে না পারার লজ্জামাখা রাতের সংগী হতে চেয়েছিলাম...
চেয়েছিলাম,
হয়তো এমনই আরও কিছু চেয়েছিলাম তোমায় ঘিরে...!!