আমার উৎসব
আমার উৎসব


যখন উৎসবের আলোয় মেতেছো তুমি
তখন প্রদীপ জ্বেলে ঘরে একা,
তোমার দেওয়া অনুভূতি গুলো সাজিয়ে রেখেছি
দেয়ালের আনাচে কানাচে ঠাসা..
মনের আড়ালে আজও নিষ্পাপ তারা
অদ্ভুত মুহূর্তের সাক্ষ্য নিয়ে বাঁচে,
উৎসবের দিনগুলিতে আর এক থাকা হয়না
তবু দূরত্ব নিয়েই রয়ে যাবো কাছে..
আজও সেজেছি আমি আজও জ্বেলেছি প্রদীপ
অপেক্ষার তবু কমতি হয়না কোনো,
এত আলো এত হাসি চেনা মুখের মাঝে
সাঁজবাতি হয়ে ফিরে এসো কখনো..