STORYMIRROR

Ashara Khatun

Classics

4  

Ashara Khatun

Classics

প্রতিদিনের আমরা

প্রতিদিনের আমরা

1 min
997

শহরে জমেছে ভিড়

ঘনিয়ে আসছে মেঘ,

ভালোবাসা যে কতটা দ্রুত

মেপোনা তার বেগ।

বাড়তে দাও প্রশ্ন গুলো

মুক্ত হোক চিন্তা,

জানতে চেওনা একঘেয়ে সুরে

কেমন কাটলো দিনটা।

দিব্যি যেমন যাচ্ছে চলে

একাল বিকাল সকাল,

শরীরটা যেন আঁধখানা ইঁট

অবিকল এক কঙ্কাল।

বেজায় গরম মাথাটাও

এক স্বস্তির গান গায়,

ব্যস্ত অফিস ব্যস্ত শহরে

শুধু তোমাকে চাই!

চায়ের পেয়ালা নাকি মদের গ্লাস

কনফিউজড সব মাইরি,

হ্যাংওভার হয়ে ঘরে ফিরতে

আমিও কবি অফ শায়েরি...

টাকা গুলো কেমন উড়ছে যেন

হালকা পকেট গরম,

মধ্যবিত্ত শপিংমলে

সুর নামায় নরম!

সংসারটা এদিক ওদিক

ফার্নিচারে ঠাসা,

তবুও যেন কমছেনা হায়

লোভ লালসার আশা।

বেশ তো ছিলাম একলা ঘরে

মন খারাপের রাতে,

আজকে আর ভাল্লাগেনা

নেশায় মন মাতে...!!


Rate this content
Log in

Similar bengali poem from Classics