কারণে-অকারণে
কারণে-অকারণে
বিশ্বাসে এখন বড়ো শঙ্কা হয় আমার..
সন্দেহতেও জাগে হারানোর ভয়..
চুপ করে থামিয়ে দিয়েছি অকারণ ভাবনা গুলো..
তবু মনে হয়,
ধুলিকণা মিশে আছে চোখের কিনারায়..
কখনও গভীর রাতে বিষের নেশা জেগেছে..
কখনও তাকে আগলে রাখার চেষ্টা..
সে শুধু জড়িয়ে থাকে আমার চেতনার আনাচে কানাচে..
যেন জীবনের আগন্তুক শেষটা..