পরজন্মে
পরজন্মে

1 min

688
পরজন্মে তুমি আমার হয়ো
এ জন্মে আর নাই বা হলে,
রোজ একবার দেখার আগে
গোলাপ এনো সময় পেলে।
তখন অনেক গল্প বোলো
অনেক রূপকথা,
মিষ্টি সুরে গান শুনিয়ো
যা ভুলিয়ে দেবে ব্যথা।
আমায় অনেক আদর কোরো
অনেক ভালোবেসো,
মনে করে তুমি পরজন্মে
শুধু আমার হয়ে এসো।