STORYMIRROR

Ashara Khatun

Romance Tragedy

5.0  

Ashara Khatun

Romance Tragedy

পরজন্মে

পরজন্মে

1 min
688


পরজন্মে তুমি আমার হয়ো

এ জন্মে আর নাই বা হলে,

রোজ একবার দেখার আগে

গোলাপ এনো সময় পেলে।

তখন অনেক গল্প বোলো

অনেক রূপকথা,

মিষ্টি সুরে গান শুনিয়ো

যা ভুলিয়ে দেবে ব্যথা।

আমায় অনেক আদর কোরো

অনেক ভালোবেসো,

মনে করে তুমি পরজন্মে

শুধু আমার হয়ে এসো।


Rate this content
Log in