STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

ভুখার আগুন 🔥

ভুখার আগুন 🔥

2 mins
385

বাঃ, সবাই মিলে ভালো আছে বেশ !

মন্ত্রী -আমলারা বিদেশ যাচ্ছেন, আর

মাংসের দোকানের লম্বা লাইনে বীরু !

ওয়াইন শপের বাইরে ভিড় সামলাচ্ছে 

পুলিশ, তিরিশ-হাজারি মোবাইল

 খেঁদির মেয়ে কানে দিয়ে 

জমিয়ে করছে প্রেম !

"নাটু নাটু"তে নাচছে গোটা দেশ,

ফিল্ম ফেস্ট, আই পি এল, অনলাইন শপিং !

বাঃ, সবাই সর্বত্রই ভালো আছে বেশ !


যদি চল্লিশ কোটি মানুষ দু'বেলা

 খেতে না পায়, তবুও...

কিন্তু না পাক, কী আসে যায় !

পাঁচ কোটি বেকার যদি ভিক্ষাবৃত্তি বেছে নেয়,

চুরি, ডাকাতি, কিম্বা সন্ত্রাসবাদ ,

জাহান্নামে যাক, বা উচ্ছন্নে যাক, হোক বরবাদ,

স্বার্থপরতার চামড়া লেগে আছে মানুষের গায়ে,

রাষ্ট্রের তাতে নেই কোনও দায় !


অন্ধত্ব, বধিরতায় ছেয়ে গেছে দেশ,

ডাক্তার জানে না রোগ, কোথায় অসুখ,

প্রেসক্রিপশন ধমকে, চমকে, 

লড়াইয়ের নামে শুধু আপোষ, মুখোশ,

তাই নিয়ে ঘরে ঘরে সুখী সুখী মুখ !

ঘরেতে জ্বলে না উনুন, একবুক আগুন 

জ্বলে পুড়ে হয়ে যাই ছাই,আগুন খাই, 

কাকে বোঝাই-কে খুঁজবে, কে বুঝবে 

কার পেটে কতখানি ভুখা ? আমি শুধু 

দু'চোখে আগামী দেখি, আর দেখি 

বর্ণ বদলের মজা ! যা মনে আসে লিখি,

হোক না সে উল্টো-পাল্টা কথা ..

মনে হয় বুঝিবা রং মিলিয়ে স্বস্তি,

আর বাকিটা সময়ের অপেক্ষা!

ভবিষ্যতের স্বপ্ন ধাক্কা খায়, মনে হয়

সম্মুখে সমূহ সর্বনাশ,

সইতে পারি না তাই, লিখে যাই যত ছাইপাঁশ!


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract