আমার তুই
আমার তুই


ফ্রেব্রুয়ারি মাসটা নাকি পকেট খালির মাস
গার্লফ্রেন্ডরা চায় দামী উপহার শুধু এই মাস
আর যাদের টাকা নেই, নেই পকেটমানি
হাজার অভিযোগ তাদের ঘিরে,
থাকিস কেন সঙ্গে? কেন প্রেম করিস?
তাদেরও নাকি জগৎ আছে
যারা ভালোবাসা খোজেঁ ,উপহারে না মজে
ভুলে যাওয়া চিঠিকে তারা আজও মনে করে
ক্লাস এইটের ছেলেটাও তো ওকে ভালোবাসে
কি দেবে সে টেডি ডে তে বুঝে ওঠতে না পারে
নিজের হাতে কার্ডে আকা টেডিবিয়ারের পাশে
আমিই তো তোর টেডিবিয়ার, লিখে সে হাসে
উপহারে খুশি হয়ে মেয়েটি তাকে বলে
সর্বসেরা টেডি ডে আজ, আসল টেডিকে পেয়ে।