প্রথম স্পর্শ
প্রথম স্পর্শ


আমার তখন ষোলো সবে,
তোর ওই সতেরো
পড়াশুনোয় সিরিয়াস ভীষণ,
লাগেনি তাই মন্দ
শান্ত শিষ্ট, ভদ্র ছেলে,
প্রেম মানে না বিশেষ
অ্যাকাউন্টেন্সি জোরদার তার
সাহিত্যে ছিল না মন
আমিও ছাড়ি কেমন করে
জব্দ তো করবই
তুই না বাস ভালো তবু
আমি তো বাসবই
কলেজের শুরু তখন,
আমিই বললাম সে কথা
হুম তাই আচ্ছা,এভাবেই
শুরু হল আমাদের কথা
আস্তে আস্তে আমরা কেমন
হয়ে গেলাম এক
তোর দেওয়া প্রথম সেই চুম্বন
কপাল স্পর্শ করলে
আজও জুড়িয়ে ওঠে মন।