বসন্ত ভিজে গেছে
বসন্ত ভিজে গেছে




উণ্মত্ত কোলাহলে মেতেছে
বিস্তৃত বিপন্ন রাজপথ
বাতাসে বারুদের রেনু
ছড়িয়ে চলেছে ভ্যাণ্ডাল অষ্ট্রগথ।
রাজধানী সুসজ্জিত আজ
সাঁজোয়ার প্রভূত প্রসাধনে
বিউগলে গানের রেশ
আগুন লেগেছে মনে মনে
ওরে ভাই আগুন লেগেছে মনে মনে।
অশান্ত শ্বাপদের দল
কংক্রিটের জঙ্গলে মাতোয়ারা
স্বদর্পে রাঙিয়ে দিয়ে যায়
কবোষ্ণ লোহিত ফোয়ারা।
মানবতা ঢেকেছে মুখ
দিশাহীন মেঘের চাদরে
বসন্ত ভিজছে এখন
সভ্যতার গহীন আঁধারে।।