STORYMIRROR

Satya Sundar

Others

3  

Satya Sundar

Others

বসন্ত ভিজে গেছে

বসন্ত ভিজে গেছে

1 min
81

উণ্মত্ত কোলাহলে মেতেছে

বিস্তৃত বিপন্ন রাজপথ

বাতাসে বারুদের রেনু

ছড়িয়ে চলেছে ভ্যাণ্ডাল অষ্ট্রগথ।

রাজধানী সুসজ্জিত আজ

সাঁজোয়ার প্রভূত প্রসাধনে

বিউগলে গানের রেশ

আগুন লেগেছে মনে মনে

ওরে ভাই আগুন লেগেছে মনে মনে।

অশান্ত শ্বাপদের দল

কংক্রিটের জঙ্গলে মাতোয়ারা

স্বদর্পে রাঙিয়ে দিয়ে যায়

কবোষ্ণ লোহিত ফোয়ারা।

মানবতা ঢেকেছে মুখ

দিশাহীন মেঘের চাদরে

বসন্ত ভিজছে এখন

সভ্যতার গহীন আঁধারে।।



Rate this content
Log in