ইতিহাস আজ
ইতিহাস আজ


যদিও আয়না জুড়ে ছড়িয়ে রয়েছে
রাঙা সুখ । বসন্ত চিহ্ন সব ক্রমশ মলিন
বল্গাহীন যাপনের চিতাভস্ম স্তূপ জমানো
ভাঙা বুক। প্রবৃদ্ধ একান্তে দেখে স্বপ্ন রঙিন।
মাঞ্জা দেওয়া সাজে কচি লাউ ডগাটির কাছে
নির্লিপ্ত সাধ। গদগদ চিত্ত বৃত্তি সব এখন বিগত
ঢেকে গেছে আগাছার ভীড়ে কষ্টলব্ধ বাগ
পান্ডিত্য অগাধ। মজে যাওয়া তটিনীর মতো।
খুলির গভীরে জমা গভীর টেথিসের বুকে
স্তরীভূত পাঁক। রূপান্তর সময়ের কাজ
তুষার চুড়ার নীচে চাপা রসনার ঢেউ
নিভন্ত চার্বাক। ইতিহাস ফিরে আসে আজ।।