এ কোন রাগ
এ কোন রাগ

1 min

86
তুমি যে রাগে গান গাও মাঝে মাঝে
তাতে তো রাগ জন্মায় না একটুও
অনুরাগ বাড়ছে ক্রমশ
অথচ এ বদরাগী মন
কালবৈশাখী হয়ে উড়িয়ে দিয়েছে পান্ডুলিপি
শান্ত হলে দুরন্ত আবেগ
শরীর জুড়ে অনুতাপের জ্বালা
জুড়িয়ে দেয় যেন জননীর স্নেহে
অভিমানের সুর
হৃদয়ের গভীরে জন্ম দেয়
প্রশ্ন আদিম
হে নটরাজ এ কোন রুদ্র তালে
নাচালে ভীষণ....
একান্ত নিজস্ব নির্জন মুহূর্ত
থাকে উত্তরের অপেক্ষায়।