STORYMIRROR

Satya Sundar

Abstract Others

3  

Satya Sundar

Abstract Others

অপেক্ষায়

অপেক্ষায়

1 min
165


     

এখানে জীবন মজে যাওয়া নদী পথ

রথ-রথীদের কোলাহল নেই মোটে

ঝিমুনি ধরানো যাপনের কনসার্ট

সোনালী অতীত দলবল নিয়ে জোটে।

শতাব্দী জাগা মুগ্ধতা মুছে দিতে

নিভৃতচারীর অবিরাম ভাঙা গড়া

ভাঙা হণুজুড়ে বাবুই পাখির বাসা

অবহেলা প্রেমি আস্ত ঘাটের মড়া।

সাত্ রে নিৎসে দেরিদারা হররোজ

আনমনে করে করোটিতে আনাগোনা

পাগল না ঠিক মিচকে ফানুস ওটা

নবকপি দলে চলে জোর আলোচনা।

এখানে রাজার স্বেচ্ছায় বনবাস

গুপ্তচরেরা মাঝে মাঝে আসে যায়

এই কৃচ্ছসাধন সব খ্যাতি হ্যালাফ্যালা

সবকিছু শুধু তোমার প্রতিক্ষায়



Rate this content
Log in

Similar bengali poem from Abstract