অপেক্ষায়
অপেক্ষায়

1 min

204
এখানে জীবন মজে যাওয়া নদী পথ
রথ-রথীদের কোলাহল নেই মোটে
ঝিমুনি ধরানো যাপনের কনসার্ট
সোনালী অতীত দলবল নিয়ে জোটে।
শতাব্দী জাগা মুগ্ধতা মুছে দিতে
নিভৃতচারীর অবিরাম ভাঙা গড়া
ভাঙা হণুজুড়ে বাবুই পাখির বাসা
অবহেলা প্রেমি আস্ত ঘাটের মড়া।
সাত্ রে নিৎসে দেরিদারা হররোজ
আনমনে করে করোটিতে আনাগোনা
পাগল না ঠিক মিচকে ফানুস ওটা
নবকপি দলে চলে জোর আলোচনা।
এখানে রাজার স্বেচ্ছায় বনবাস
গুপ্তচরেরা মাঝে মাঝে আসে যায়
এই কৃচ্ছসাধন সব খ্যাতি হ্যালাফ্যালা
সবকিছু শুধু তোমার প্রতিক্ষায়