ক্লান্ত প্রাণ(সত্য সুন্দর)
ক্লান্ত প্রাণ(সত্য সুন্দর)
1 min
66
সম্পর্কও একদিন তড়িঘড়ি
লবডঙ্কা দেখিয়ে পগার পার
মান্ধাতার বেড়াজাল ছিঁড়ে
চিড়িয়া ফুরুৎ...
স্বচ্ছন্দ বিলাস আর সুরম্য হর্মের প্রলোভন
অশোভন গল্প জন্ম দেয়
বিড়ম্বিত পুরুষ হৃদয়ে
অতি দগ্ধ বোধ....
অখন্ডঅবসর জুড়ে স্বপ্নহীনস্মৃতি অস্থিরতা টানে
অসময় বসন্ত এনেছে রন ক্লান্ত প্রানে....।।
