আমার প্রিয় মা
আমার প্রিয় মা
তুমি আমার অত্যন্ত প্রিয় ও আপন,
তুমি আমার শান্তি ও আনন্দ।
তুমি আমার মনের বল ও সঙ্গী,
তুমিই মনে দাও লড়াই করার শক্তি।
তুমি আমার জীবনের আনন্দ ও খুশী,
তুমি আছ বলে জীবনের পথে আমি এগোতে পেরেছি।
তুমি চিনিয়ে দিয়েছ কোনটা সঠিক পথ আর কোন পথটা ভুল,
তুমি আমার খেয়াল রেখেছ.... দিন রাত।
তুমি আমার চোখের জল মুছে দাও,
তুমি হাসিয়ে রাখ আমায় সবসময়।
তুমি পাশে আসো আমার,
তুমি থাক আমার সাথে দিনরাত।
তুমি শিক্ষা দিয়ে বড়ো করেছ আমায়,
তুমি আমার জীবনকে আলোকিত করে দিয়েছ।
তুমি নিজের সকল ইচ্ছে ত্যাগ করে ভেবেছ কেবল আমারই কথা,
তোমার কাছে আমার আনন্দই সবকিছু।
তুমি আজীবন আমায় তোমার হৃদয় মাঝে রেখে দিয়েছ,
তুমি আমায় এতই ভালবাসো ।
তুমি মা,,আমার হৃদয়,, আমার জীবন,
তুমি আমি তাই থাকব সাথে আজীবন।।
