STORYMIRROR

Sougat Rana Kabiyal

Romance Classics

4  

Sougat Rana Kabiyal

Romance Classics

ভালোবাসার রডোডেনড্রন...

ভালোবাসার রডোডেনড্রন...

1 min
608

এ এক ভেজা ধরিত্রীপুরের গন্ধ..

এক নিমিষেই হেরে গিয়েও 

অদ্ভুত কোন জিতে যাওয়ার গন্ধ..!


নরম তুলোর মতো অথচ উর্বর ঊষা দীঘির শাপলা শালুকের গায়ে নোনা জলের তরঙ্গ গন্ধ..!


ভুলিয়ে দেয়া কষ্ট-দেয়ালের গায়ে 

নিজের খুব চাওয়া হাতের তালুর রঙ্গিন ছাপের গন্ধ..!


গন্ধটা না মৃত্যু.....

না জীবন......;


গন্ধটা অনেকটা পথ ক্লান্তিহীন হাঁটার পর 

জীবনের দিগন্তে এসে গোধূলির আশ্রয়ের মতোই..

অকারণ বেঁচে থাকার তীব্র এক ইচ্ছে-গন্ধ...!


গন্ধটার নাম 'তুই'...!


সেদিন যেতে যেতে হঠাৎ করেই 

যে মুখের মুখোমুখি হয়ে মনে হয়েছিলো...

"এখানে নিশ্চিত জীবনের অনেকটা মুহুর্ত আশ্রয়..

যেখানে স্রেফ চুপ করেও অনেক কিছু বলা যায়"...!


প্রিয়, নৈশব্দ..

অনেক তো বেঁচেছি পরের জন্য...

এবার আমি নিশ্চিত শুধু

নিজের জন্য বাঁচবো...!


ভালোবাসা..ভালোবাসা...খেলা খেলে

শৈশব থেকে নেশাতুর কোন মিথ্যে চকমকির চাইতে..

তোর এই সত্যি শুভ্র গন্ধটা যে ইশ্বরেরও খুব প্রিয়..!


হাজারটা প্রেমের চিঠির নেশার চাইতে..

অনেক পবিত্র নেশা হচ্ছে

সত্যের কাছাকাছি দাঁড়িয়ে থাকা

কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে থাকা লাজুক কুয়াশার নেশা...;


যে কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা..

এক স্বর্গীয় গন্ধের 'তুই'..!


রেনেসাঁ-শিল্প বিপ্লবের দিনে

পূর্ব হিমালয়ান অঞ্চলের নামগোত্রহীন 

এক পার্বত্য ফুলের কি দারুণ পাশ্চাত্যের মহারাণী

হয়ে ওঠা.. 

তুই আমার ভালোবাসার সেই "রডোডেনড্রন"...!


ভালোবাসার রডোডেনড্রন....

--- সৌগত রাণা কবিয়াল

কাব্যগ্রন্থ - কবিতার আনুষ্ঠানিকতা


Rate this content
Log in

Similar bengali poem from Romance