STORYMIRROR

Agniswar Sarkar

Romance

2  

Agniswar Sarkar

Romance

নতুন সকাল

নতুন সকাল

1 min
211

তোকে দিয়েছি একটা মিষ্টি সকাল

তোকে দিয়েছি একটা সোনালি বিকেল,

একটা নির্জন রাস্তার ধারে এক চিলতে বেঁচে থাকা

আর নানা রঙের অজস্র স্বপ্নের ভিড়।

অনেক মুখের ভিড়ে খোঁজা একটা চেনা মুখ

কিছু রঙিন খাম আর কিছু দুষ্টুমি,

সঙ্গে মিশে থাকা কিছু রঙিন সুখ।

বৃষ্টিতে গাছের তলা আর শীতে চায়ের কাপ,

অন্ধকার এ জোনাকির আলো আর গরম এ মিঠে বাতাস।

বেঁচে থাকার এতটা অদম্য ইচ্ছে

আর তোর সঙ্গে একটা নতুন পথ খোঁজার শুরু

উড়িয়ে নিয়ে যাওয়া ওয়াল্ট ডিজনির রঙিন জগতে ,

তোর সাথে জড়িয়ে ধরা একটা মিকি-মাউস।

কিছু মিষ্টি চাওয়া - পাওয়ার আবদার

আর তোর সঙ্গে রঙিন আবিরকে নিয়ে বসন্তের আবাহন

বসন্তের রঙ্গে রাঙ্গিয়ে নেওয়া ছোট্ট দুটো মন।


Rate this content
Log in

Similar bengali poem from Romance