প্রথম প্রতিশ্রুতি
প্রথম প্রতিশ্রুতি


তোমার অশ্রু সজল চোখে চোখ রেখে
কম্পায়মান হাত দুখানি ছুঁয়ে কথা দিয়েছিলাম
ভালোবাসব আজন্মকাল।
কথা দিয়েছিলাম,
কুঁড়ির মতো পাঁপড়ি দিয়ে আগলে রাখবো।
অপরাহ্নের আকাশকে সাক্ষী রেখে কথা দিয়েছিলাম ,
পাশে থাকব অনন্তকাল।
কথকতার কথামালায় আজও হারিয়ে যাই নি,
ফিকে হতে দিই নি মুহূর্তগুলোকে।
সেদিনের প্রতিশ্রুতির মধ্যে ছিল না কোনও বাতুলতা ,
ছিল না কোনও অবাধ্যতা ।
বহমান সময়ের হাত ধরে
আজও উড়ে চলেছি প্রেমের আকাশে
পাশাপাশি দুটি পতঙ্গের ন্যায়।
অনাবিল আনন্দে
ভালোবাসার সঙ্গে।