প্রথম প্রতিশ্রুতি
প্রথম প্রতিশ্রুতি
1 min
723
তোমার অশ্রু সজল চোখে চোখ রেখে
কম্পায়মান হাত দুখানি ছুঁয়ে কথা দিয়েছিলাম
ভালোবাসব আজন্মকাল।
কথা দিয়েছিলাম,
কুঁড়ির মতো পাঁপড়ি দিয়ে আগলে রাখবো।
অপরাহ্নের আকাশকে সাক্ষী রেখে কথা দিয়েছিলাম ,
পাশে থাকব অনন্তকাল।
কথকতার কথামালায় আজও হারিয়ে যাই নি,
ফিকে হতে দিই নি মুহূর্তগুলোকে।
সেদিনের প্রতিশ্রুতির মধ্যে ছিল না কোনও বাতুলতা ,
ছিল না কোনও অবাধ্যতা ।
বহমান সময়ের হাত ধরে
আজও উড়ে চলেছি প্রেমের আকাশে
পাশাপাশি দুটি পতঙ্গের ন্যায়।
অনাবিল আনন্দে
ভালোবাসার সঙ্গে।