আমাদের ভালোবাসা
আমাদের ভালোবাসা


আমাদের প্রেম ,
কিছু প্রতিশ্রুতি, একটা গভীর বিশ্বাস
কিছু খুনসুটি , কিছু মিষ্টি অভিমান।
জীবনের অনেকটা পথ একসঙ্গে চলা,
একটু করে কাছে পাওয়া,কিছু কথা বলা।
একটা অনুভুতি ,একটা কোমল স্পর্শ,
কিছু চাওয়া-পাওয়া,নিজেদের মধ্যে হারিয়ে যাওয়া।
জীবনের একটা মধুর অভ্যাস,নিজেদের মত করে বাঁচা,
মনের মধ্যে রাখা একটা ই নাম,
আর নিজেদের রাঙ্গিয়ে নেওয়া সেই নামে ।
বাঁচার একটা প্রেরনা,
নাম না জানা অনেক নীল স্বপ্ন।
বাস্তবের কঠিন মরুভুমির মধ্যে একচিলতে মরুদ্যান,
একটু ঠাণ্ডা বাতাস।