কথা রাখো নি
কথা রাখো নি


কথা দিয়েছিলে একসাথে হাঁটবার
কথা দিয়েছিলে বাঁচবার ,
কথা রাখো নি।
মশারীটা টাঙানোর কথা ছিল আমার
আর খোলার কথা ছিলো তোমার,
কথা রাখো নি।
কথা ছিল একসাথে বৃষ্টিতে ভেজার
নীল দিগন্তে একসাথে মিশিবার,
কথা রাখো নি।
কথা ছিল বিসর্জনের সিঁদুর দান
আর হোলীতে এক রঙে স্নান,
কথা রাখো নি।
গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং
আর শীতের ছুটিতে একসাথে ছাদের রেলিং,
কথা রাখো নি।
কথা ছিল সামনের ফাল্গুনে বিয়েটা হবে
গবাক্ষ দিয়ে বেরিয়েছিল কালো ধোঁয়ার কুণ্ডলী,
সেদিনও কথা রাখো নি তুমি।
বাড়ির মনোমালিন্যের উপহার তুমি দিলে
একমুঠো ছাই আর একরাশ কালো ধোঁয়া,
কথা রাখো নি তুমি।
মিলিয়ে গিয়েছিলে ওই নীল নীলিমায়
কথা ছিল ওই নীল ছুঁয়ে দেখার,
কথা রাখো নি তুমি,
আর কোনওদিন কথা রাখবেও না তুমি।।