Agniswar Sarkar
Abstract Romance Others
তোমার পাড়ার রিক্সাওয়ালা
আমার পাড়ার রোদ ,
ফোনের পাশের অভিমানের
তুমি আজও অবোধ ।
সকাল যখন দিচ্ছে ডাক
বিকেল নির্বাসন ,
গন্ধ ভেজা নীল রুমাল
আর মনের সঙ্গোপন ।
স্বপ্ন ঘেরা কোল বালিশ
আর গাছের লাল পলাশ ,
হৃদয় ঢাকা চিঠির দলে
পাশে থাকার আশ্বাস ।
কথা রাখো নি
অভিমান
ফাঁকা প্রেম
বৃষ্টি
আমাদের ভালোবা...
উষ্ণতার স্পর্...
স্বপ্ন
প্রথম প্রতিশ্...
নতুন সকাল
কুছ মিঠা হো য...
অপবাদ অপবাদ
তুমি তুমি
স্বপ্ন দেখি স্বপ্ন দেখি
স্বপ্নপূরণ স্বপ্নপূরণ
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
ঝরা শেফালী ঝরা শেফালী
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
ভাড়া ঘর ভাড়া ঘর
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
বিলাস বিলাস
বর্ণহীন ভালোবাসা বর্ণহীন ভালোবাসা
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ... আমরা ব্যাস্ত, অতি বিদ্ধস্ত, অতি বিরক্ত, অতি বিভ্রান্ত আলোর মধ্যে ...
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে আর বাতাস,সেতো আজও আগের মতই আছে