অভিমান
অভিমান


তোমার পাড়ার রিক্সাওয়ালা
আমার পাড়ার রোদ ,
ফোনের পাশের অভিমানের
তুমি আজও অবোধ ।
সকাল যখন দিচ্ছে ডাক
বিকেল নির্বাসন ,
গন্ধ ভেজা নীল রুমাল
আর মনের সঙ্গোপন ।
স্বপ্ন ঘেরা কোল বালিশ
আর গাছের লাল পলাশ ,
হৃদয় ঢাকা চিঠির দলে
পাশে থাকার আশ্বাস ।