কুছ মিঠা হো যায়ে
কুছ মিঠা হো যায়ে


পাশ দিয়ে বয়ে যাচ্ছিল অজানা কোনও নদী ,
বিকেলের সূর্যের রঙে আকাশ নেচে উঠেছিল
সেই রঙিন ছোঁয়াচ লেগেছিল আমাদের মনেও ।
ভালোবাসার প্রথম দেখা ,
প্রথম অজানা আত্মীয়তা ।
অনেকক্ষণ বসেছিলাম সেই নদী পাড়ে ,
বাঁকা চাহনির আড়ে ,
নীরবতায় ঢাকা বেশ কিছুক্ষণ
বহমান সময়ের অন্তহীন অনুরণন ।
কিছু অগোছালো কথা
অন্তরের মিশেল , অল্প নীরবতা ।
সময়ের শেষে উঠে দাঁড়িয়ে
একটা চকলেট দিয়ে বলেছিলে –
‘ কুছ মিঠা হো যায়ে ।’