উষ্ণতার স্পর্শ
উষ্ণতার স্পর্শ


সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল ।
সারা আকাশ জুড়ে ছিল বর্ষার কালো মেঘ ,
মেঘ বিদীর্ণ করে আলোয় ভেসে যাচ্ছিল ।
রাস্তায় এক হাঁটু জল ,
একটা গতানুগতিক বর্ষার বিকেল ।
নীল বাড়িটার নীচে অপেক্ষায়মান আমি
প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেছিলাম সেদিন ।
সামনের সঙ্কীর্ণ রাস্তাটা ধরে এসেছিলে তুমি
বৃষ্টির ধারায় অবগাহিত
ঠাণ্ডায় কম্পায়মান ।
অনেক কথা জমা ছিল
কথা হল , তবে মুখে নয় … ঠোঁটে ।
উষ্ণ ঠোঁটে তোমাকে উষ্ণতা দিয়েছিল ,
সাথে ছিল কিছু অব্যক্ত কথা , কিছু অবাধ্যতা ।