ফাঁকা প্রেম
ফাঁকা প্রেম


ফাগুনের রঙ লাগা বসন্তের হাওয়ায়
নিঃশ্বাস ছুঁয়ে গেল তোমার।
আকুল চাতক পাখির মতো বসে আছি
অনন্তকাল ধরে ।
নিস্তব্ধ দুপুরগুলো অসহ্য হয়ে উঠত ,
অবিরাম ফ্যানের ঘট-ঘটানি ।
তোমার ভাবনাগুলোকে চূর্ণ-বিচূর্ণ করত
প্রতিমুহূর্তে ।
সেদিনের কথা ছিল –
“ এই ব্যাগটা এবার থেকে আমিই বইব ।”
মুহূর্তটা থেকে গিয়েছিল ,
অভ্যাসটা বদলে গিয়েছিল ।
অবিসংবাদী সত্যের কাছে হেরে গিয়েছিল
কঠোর বাস্তব।
কৃষ্ণচূড়াও বর্ণহীন হয়ে গিয়েছিল
এক মুহূর্তে।
আজও রিখটারভেলস পর্বতমালার
মাঝে খুঁজে চলেছি তোমার প্রেমের এক খণ্ড হীরে।।