STORYMIRROR

Agniswar Sarkar

Romance Fantasy

2  

Agniswar Sarkar

Romance Fantasy

ফাঁকা প্রেম

ফাঁকা প্রেম

1 min
342

ফাগুনের রঙ লাগা বসন্তের হাওয়ায়

নিঃশ্বাস ছুঁয়ে গেল তোমার।

আকুল চাতক পাখির মতো বসে আছি

অনন্তকাল ধরে ।

নিস্তব্ধ দুপুরগুলো অসহ্য হয়ে উঠত ,

অবিরাম ফ্যানের ঘট-ঘটানি ।

তোমার ভাবনাগুলোকে চূর্ণ-বিচূর্ণ করত

প্রতিমুহূর্তে ।

সেদিনের কথা ছিল –

“ এই ব্যাগটা এবার থেকে আমিই বইব ।”

মুহূর্তটা থেকে গিয়েছিল ,

অভ্যাসটা বদলে গিয়েছিল ।

অবিসংবাদী সত্যের কাছে হেরে গিয়েছিল

কঠোর বাস্তব।

কৃষ্ণচূড়াও বর্ণহীন হয়ে গিয়েছিল

এক মুহূর্তে।

আজও রিখটারভেলস পর্বতমালার

মাঝে খুঁজে চলেছি তোমার প্রেমের এক খণ্ড হীরে।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance