রাতের পরের কথা
রাতের পরের কথা


রাতের নেশার ঘোর কাটিয়ে যেই উঠলাম,
তোমার মুখটা খুব মনে পড়ছিল!
সাধারনত ভালবাসা জাহির আমি করিনা;
কিন্তু আজ বড় ইচ্ছে করছে বলি,
তোমাকে ভালোবাসি।
নেশার ঘোরে নেশাতুর চোখে
বেসিনের আয়নাটা লক্ষ্য করে হাটছি-
জানি না কী ভেবে পকেটে ঢিকালাম হাত টা,
কী যেন ঠেকলো হাতে;
টেনে বেড় করে দেখি-
স্প্ল্যানেড থেকে কেনা সস্তার আংটি;
তোমার জন্য কেনা।
তোমায় ভালোবাসবো, তোমায় নিজের করবো,
কেন? জানি না।
কিন্তু ইচ্ছে করছে।
ট্যাক্সি ধরে বারি ফিরছি,
আজ থেকে আবার চিরাচরিত,
তাতে তুমিও ঢুকে পড়লে-
ঢুকতে দিলাম আমিই;
কিন্তু ভয় হয়,
যেতে দিতে পারবো তো?