চেনা রাতের কবিতা
চেনা রাতের কবিতা


নিশীত রাতের প্রথম প্রহরে
জানালা দুটো খুলে গেল;
শীতল বাতাস ঢুকছিল।
ঘুম নেই, তাই খোলা জানালা দিয়ে চাঁদ দেখছি।
হঠাত মনে পোড়লো, চেনা একটা রাতের কথা,
জ্যোতস্নায় শীক্ত ছিলে তুমি রিক্ত ছিল মন,
ভাবে ভরা, আকাশে নক্ষত্র পাহাড়া দিচ্ছিল।
উঠে পড়লাম, চোখ গেল, টেবিলে রাখা কাগজ গুলর দিকে;
কিছু লিখি, এত ভাব বৃথা হতে দেওয়া যায় না।
কলমের আচড়ে ভরালাম গোটা বিশেক,
কিন্তু কই শব্দ তো পেলাম না,
কোথায় গেল ভাব, কোথায়?
কিছুক্ষন আগেই তো হাতছানি দিচ্ছিল।
পয়গম্বর খুদা কে ডাকলাম, শান্ত কর আমায়,
কিসে উচাটন এ মন?
চেনা রাতের বেদনা দিয়ে কবিতা গড়তে গেলে কী
এ দশাই হয়?