নীর হারা
নীর হারা


নীর হারা দুটি কাক
বসে আছে বিদ্যুতের তারে,
হারা গেছে তাদের বাসা-
মানুষেরই দরকারে।
দুদিনের তাদের বাসা,
সুখ-দুখের সংসার;
এক লহমায় সমস্ত শেষ
মানুষেরই দরকার।
সেথা তাদের বাড়ি হবে,
পাহাড় প্রমাণ;
হেথায় ক্ষুদ্র কাকের বাসা,
কলঙ্ক সমান।
আজ কতো মুক্ত বিহঙ্গ
মুক্তাকাশে ওড়ে,
কাল তারা আর উড়বে কী-
মানুষের দরকারে?