এখনও আছে সময়
এখনও আছে সময়
অ্যামাজনের অরণ্যে আগুন দিয়েছে নিভে
তবে রয়ে গেছে ক্ষত পৃথিবীর ফুসফুসে
জ্বলছে এখন সরিস্কার জঙ্গল
দিন গুনি শুধু অজানা কোনো ত্রাসে ।
ভেবো না মানব সভ্যতার শুধু হয়েছে উন্নয়ন
অদূরদর্শী কর্মের ফল এই বিশ্ব-উষ্ণায়ন ;
পরিব্যাপ্ত হয় যে দূষণ অঞ্চল হতে অঞ্চলে -
হয় সে কখনো বাতাসে, কখনো মাটিতে, কখনো জলে।
প্রকৃতিও আজ অক্ষম তার বরাভয় দানে
তার বড় ভয় মানুষ কখন পরমাণু-অস্ত্র হানে ।
বন্ধু, এখনও আছে সময় সচেতন হও সবে
ভুলে যেও না আগামী প্রজন্ম তোমার পরেও রবে।
তাদের জন্য বাসযোগ্য করতে ধরাধামে
দেশনেতারা সচেষ্ট হলে দূষণ টা যে কমে ।।
