STORYMIRROR

Sutapa Bhattacharyya

Inspirational Others

4  

Sutapa Bhattacharyya

Inspirational Others

এখনও আছে সময়

এখনও আছে সময়

1 min
718

অ্যামাজনের অরণ্যে আগুন দিয়েছে নিভে

তবে রয়ে গেছে ক্ষত পৃথিবীর ফুসফুসে

জ্বলছে এখন সরিস্কার জঙ্গল

দিন গুনি শুধু অজানা কোনো ত্রাসে ।

ভেবো না মানব সভ্যতার শুধু হয়েছে উন্নয়ন

অদূরদর্শী কর্মের ফল এই বিশ্ব-উষ্ণায়ন ;

পরিব্যাপ্ত হয় যে দূষণ অঞ্চল হতে অঞ্চলে -

হয় সে কখনো বাতাসে, কখনো মাটিতে, কখনো জলে।

প্রকৃতিও আজ অক্ষম তার বরাভয় দানে

তার বড় ভয় মানুষ কখন পরমাণু-অস্ত্র হানে ।

বন্ধু, এখনও আছে সময় সচেতন হও সবে

ভুলে যেও না আগামী প্রজন্ম তোমার পরেও রবে।

তাদের জন্য বাসযোগ্য করতে ধরাধামে 

দেশনেতারা সচেষ্ট হলে দূষণ টা যে কমে ।।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational