শেষের শুরু?
শেষের শুরু?
লজ্জা দিওনা প্রশ্ন করে -
ইউক্রেন না বগটুই ?
দাউ দাউ করে জ্বলে পুড়ে খাক -
মানুষের মনুষ্যত্বটুকুই ।
নির্বাক পৃথিবী দেখতে থাকে অনিমেষ
কিভাবে ঘনিয়ে আসে
গর্বিত মানব সভ্যতার শেষ
যবে পৃথিবীজুড়ে রবে শুধুই ধ্বংসাবশেষ ।।

