তিলোত্তমার বিচার চাই!!!!!!!
তিলোত্তমার বিচার চাই!!!!!!!
*তিলোত্তমার বিচার চাই!!!!!!!*
আশার আলোয় লড়ছে শহর
লড়ছে সমগ্র পৃথিবীবাসী,
অন্য কোনো কথা নয়
ধর্ষকের চাই ফাঁসি ।
বারবার কেন পালিয়ে যাবে
অন্যায়কে পথ দেখিয়ে
সময় এসেছে এখন
চলুন ন্যায় অন্যায় দি শিখিয়ে ।
শাসক কেন চুপ রবে
উত্তর কি অজানা আর ,
তুমি শাসক নিরাপদ আছো
বুক ফাটছে মেয়ে গেলো যার ।
আর কতদিন হবে মিছিল
চলবে দিন রাত্রি পথ আটক,
দম থাকলে সত্য দেখাও
দেখি তুমি কেমন সৎ শাসক ।
দেশ রক্ষক বলি যাদের
তারাই নাকি অন্যায়ে সামিল আছে ,
নেতার কথায় উঠছে বসছে
চাকরিটা চলে যায় পাছে ।
তোমার ঘরেও আছে মেয়ে বোন
এই কথাটা রেখো মাথার মধ্যে ,
লড়াই আর থামবেনা জেনো
চালিয়ে যাব নিজেদের স্বার্থে ।
কি হবে ওমন টাকা দেখিয়ে
জেগেছে দেখো আম জনতা ,
তোমায় যারা উঠিয়েছে উপরে
তারাই কেড়ে নেবে তোমার ক্ষমতা ।
কলমে : সুনন্দা চক্রবর্তী
