তুমি আসবে বলে
তুমি আসবে বলে
মৃত্যুশয্যায় শুয়ে মানুষ যখন শেষ চেষ্টা করে বাঁচার,
আমিও তোমায় বাঁচিয়ে রাখতে চাই আমার মাঝে তোমায় ।
শীতের কুয়াশার মত তুমি দেখা যায় ছোঁয়া যায় না,
কিন্তু সেই তুমি নামক কুয়াশা আমায় ভুগতে সাহায্য করে রোজ ।
কখনো ফুল, কখনো জল বয়ে যাওয়ার শব্দে তোমায় খুঁজি ,
জীবন তো বাস্তবের উপর দাঁড়িয়ে তাই কল্পনাটা তাড়াতাড়ি ভেঙে যায় ।
পাতাদের সবুজ ঋতু কেটে যায় তোমার আসার সময় আর হলো কই,
গরমের ছুটি এমনি কেটে যায় তোমার দেখা পাবার আশায় ।
জোনাকিদের আলোয় খুঁজতে বেরোই মস্ত জঙ্গলে একা একা,
জানিনা কেন গহীন অরণ্যেও মেলে না তোমার এক ঝলক দেখা ।
পাখিরা সব নিজের ভাষায় সান্তনা দিতে আসে আমায় ,
কিভাবে বোঝাই বলো কি চূড়ান্ত পর্যায়ে ব্যাকুল আমি ।
শান্ত হবার সাময়িক ওষুধ কত শত আছে ,
তুমি ছাড়া কি এই ব্যাধি এত সহজে সারে বলো ।
