ভালো সময়ের অপেক্ষায়
ভালো সময়ের অপেক্ষায়
অপেক্ষায় আছি ভালো একটা সময়ের,
যখন সূর্যের প্রচন্ড তাপটাও লাগবে মিষ্টি ।
অপেক্ষায় আছি ভালো একটা সময়ের
যখন ঘন আঁধারেও খুঁজে পাবো আলো ।
অপেক্ষায় আছি ভালো একটা সময়ের
যখন বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা লাগবেনা ।
অপেক্ষায় আছি ভালো একটা সময়ের
যখন তোমার দেখতে গেলে অজুহাত লাগবেনা ।
অপেক্ষায় আছি ভালো একটা সময়ের
যখন একসাথে থেকেও কৈফিয়ত দিতে হবেনা ।
অপেক্ষায় আছি ভালো একটা সময়ের
যখন অভাবের ছায়া পিছু ছাড়বে ।
অপেক্ষায় আছি ভালো একটা সময়ের
যখন কোনোকিছু হারানোর ভয় পাবোনা ।
অপেক্ষায় আছি ভালো একটা সময়ের
যখন কোনো দুঃখ সুখের পথে বাধা হবে না ।