STORYMIRROR

Sunanda Chakraborty

Romance Inspirational

4  

Sunanda Chakraborty

Romance Inspirational

ইচ্ছে ছিলো

ইচ্ছে ছিলো

1 min
35



    

  


ইচ্ছে ছিলো নৃত্যশিল্পী হবো এক,

ঘুঙুরের তালে নেচে উঠবে আমার দুই পা ।

মুদ্রাগুলো রক্তের সাথে যাবে মিশে ।

জীবনের প্রথম একটা স্বপ্ন আজও রইলো অপূর্ণ ।

মাঝে মাঝে ইচ্ছে করে, 

সীমাহীন ভাবে নাচতে,

যেখানে কোনো ক্লান্তি আমায় থামবেনা ।

আমার কাছে অজানা নয় যে,

তুমি এবং তোমরা হাসবে আমার নাচ দেখে,

সঙ্গে সঙ্গে বলে উঠবে 

 মুদ্রা কোথায় ! 

আসলে স্মৃতিলোপ হয়েছে ,

 তবে বাসনাট

া রয়ে গেছে সুপ্ত ।

আজও ঘুঙুর দেখলে ভাবি বাজতো যদি আমায় পায়ে পায়ে ।

আসলে আমি তাল ছন্দ মুদ্রা সব ভুলেই নেচে যাই এলোমেলো হয়ে,

হয়তো তোমরা ভাবো আমি পাগল

 বা ভীষণ রকম খুশির প্রতিক্রিয়া ।

তবু আমি নেচে যাই স্বপ্ন ভঙ্গের কষ্ট মুছতে ।

শোনো আমি এক অর্ধ-মৃত নৃত্যশিল্পী ,

স্বপ্নটা জীবিত আছে এখনো,

শুধু দুর্বল হয়ে গেছে আকাশে ওড়ার ডানাদুটি ।

      

            সুনন্দা চক্রবর্তী


Rate this content
Log in

Similar bengali poem from Romance