STORYMIRROR

Ankit Bhattacherjee

Abstract Romance Fantasy

3  

Ankit Bhattacherjee

Abstract Romance Fantasy

এলোমেলো ভাবনাগুলো

এলোমেলো ভাবনাগুলো

1 min
206

আজ সকাল থেকেই যেন মন খারাপের মেঘ

চারিপাশে রয়েছে ছড়িয়ে

তোমায় সেই শেষ বার লেখা চিঠি

তারপর অনেকটা সময় গেছে পেরিয়ে


তোমার জন্য কিছু কথা, কিছু কবিতা লেখার

ইচ্ছেগুলি প্রায়ই আমায় জড়িয়ে ধরে, জানো?

কিন্তু লিখিনা, খালি মনে হয় শব্দগুলো যদি

তোমার কাছে একঘেয়ে ওঠে কখনও?


সময় আসে, অপেক্ষা করে, স্পর্শ করে যায় চলে

অভিমানী কলম তবুও থাকে নির্বাক

তবে আমি জানি সেও হাঁটতে চায় তোমার সাথে

লিখবে ভালোবাসার কথা, যেদিন তুমি দেবে ডাক


যেদিন টুকরো টুকরো রঙিন মুহূর্তগুলি

স্মৃতি হয়ে উঠবে ভেসে

হয়তো সেদিন তুমি আমি পথ হারাব

জুঁই ফুলের গন্ধে মিশে


তখন এই শহর, মানুষজন হয়তো অচেনা

আশেপাশে অট্টালিকার ভিড়ে হারিয়ে যাবে সবুজ

তখনও কিছুটা অভিমান মাঝে বাঁচবে আবেগগুলি

তখনও আমরা দায়িত্ব সামলে থাকবো কিছুটা অবুঝ


কাঁথায় মোড়া রাত আর শীতের দুপুরের উষ্ণতা মাঝে

তোমার পাশে আলতো ভাবে আমার একটু জায়গা রেখো

জাগিয়ে রাখবো সহানুভূতির নরম আতিথেয়তা, আর

আলুসেদ্ধ, ভাতের সরলতার থালায় সুখের গন্ধ মেখো


মাঝে সাজে ছুটি নেব, প্রতিদিনের টানাপোড়ন মাঝে

দুজন মিলে পালিয়ে যাব কোন এক রাঙ্গা মাটির দেশে

নিষ্প্রভ বিষণ্ণতাকে ক্ষণিকের জন্য বেঁধে রেখে

তুমি, আমি মাটির ভাঁড়ে চায়ের উষ্ণ ধোঁয়ায় যাব মিশে


কখনও আলো আঁধারি মাঝে ইচ্ছেকৃত ভয় পাবো

মেঘে ঢাকা জ্যোৎস্না কিংবা ঝড়ের রাতে বাঁশবন হবে সঙ্গী

হয়তো কোনদিন পরিণতি পাবে স্বপ্নগুলোর উদ্বাস্তু জীবন

সেই আশার কুটিরে সন্ধ্যা প্রদীপ জ্বলুক, আলকিত হোক চলার পথের ভঙ্গি


Rate this content
Log in

Similar bengali poem from Abstract